শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৫ ডিসেম্বর ২০২৪ ১২ : ৫২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: 'উপহার' হিসেবে দেওয়া একটি কম্পিউটার প্রিন্টার ফেরত না দেওয়ার জন্য মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বড়ঞা (উত্তর) ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি তথা বড়ঞা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মাহে আলমের বিরুদ্ধে।
বড়ঞা থানা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।
তৃণমূল সূত্রের খবর, দিন কয়েক আগে বিধায়ককে ফোন করেছিলেন ব্লক সহ-সভাপতি। তখন তাঁদের মধ্যে যে কথোপকথন হয়েছিল তার অডিও ক্লিপ সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (যদিও এই অডিও ক্লিপের সত্যতা আজকাল ডট ইন যাচাই করেনি)। তবে সমাজমাধ্যমে ভাইরাল হওয়া কথোপকথনের দু'প্রান্তে থাকা তৃণমূল বিধায়ক এবং তৃণমূল ব্লক সহ-সভাপতি স্বীকার করে নিয়েছেন এই কথোপকথন তাঁদেরই।
ভাইরাল হওয়া কথোপকথনে মাহে আলমকে বলতে শোনা যাচ্ছে -জীবনকৃষ্ণ সাহাকে তিনি যে প্রিন্টারটি দিয়েছিলেন তা ফেরত দেওয়ার জন্য। অন্যদিকে বিধায়ক জীবনকৃষ্ণ সাহা উত্তরে জানান 'দানের' জিনিস কেউ ফেরত নেয় না। এমনকি বিধায়ক এও বলেন তাঁর কাছে এই মুহূর্তে প্রিন্টারটি নেই এবং তার দাম বাবদ মাহে আলম যেন তাঁর কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়ে নেন।
ফোনের উল্টো দিকে থাকা ব্লক সহ-সভাপতি মাহে আলম বিধায়ককে বলেন- বড়ঞাতে সবার সঙ্গে মেশা গেলেও গেল তাঁর সঙ্গে মেশা যাবে না। এরপরই হুমকির সুরে মাহে আলম বিধায়ককে হুমকি দেন। বলতে শোনা যায়, 'আমার বিরুদ্ধে কোথাও অভিযোগ করলে ২৪ ঘন্টার মধ্যে তোমার বিরুদ্ধে অভিযোগ হবে।'
প্রসঙ্গত, সম্প্রতি বড়ঞাতে একাধিক ইস্যুতে জীবনকৃষ্ণের সঙ্গে মাহে আলমের দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। তৃণমূল বিধায়ক,মাহে আলমের নাম না করে অভিযোগ করেছেন বলেও খবর সূত্রের। এই অভিযোগের পরই জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধেও অভিযোগ জমা পড়ে।
গোটা ঘটনা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে জীবনকৃষ্ণ সাহা বলেন, 'যে প্রিন্টারটির জন্য মাহে আলম আমাকে ফোন করেছিলেন সেটি কবে কোথায় দিয়েছে আমার মনেও নেই। তাও মাহে আলম ফোন করার জন্য আমি তাকে প্রিন্টারের দাম বাবদ ১৫ হাজার টাকা দিতেও রাজি হয়েছিলাম। কিন্তু উনি আমাকে ফোনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দিতে থাকেন।'
তৃণমূল বিধায়ক বলেন, 'বড়ঞাতে অবৈধ বালিরঘাট মালিকদের বিরুদ্ধে সরব হওয়ার জন্য আমাকে হুমকি দেওয়া হচ্ছে। আগামী বিধানসভা নির্বাচনে আমি কিভাবে টিকিট পাই এবং কী করে বাড়ি থেকে বার হই ,এইসব কথা বলে মাহে আলম আমাকে হুমকি দিয়েছেন। গোটা বিষয়টি ইতিমধ্যে দলীয় নেতৃত্বকে জানিয়েছি। আমার কাছে খবর রয়েছে মাহে আলম মুর্শিদাবাদ জেলা পরিষদের এক মহিলা সদস্যাকেও হুমকি দিয়েছেন। উনি গোটা ব্লক জুড়ে তোলাবাজি চালাচ্ছেন।'
অন্যদিকে ভাইরাল এই অডিও ক্লিপের বক্তব্যটি যে তাঁরাই তা স্বীকার করে নিয়ে মাহে আলম বলেন, 'বিধায়ক দুর্নীতিগ্রস্ত। এইসব লোককে আগামী দিন বড়ঞার মানুষ উত্তর দেবেন।'
নানান খবর

নানান খবর

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

কোথায় তৈরি হয়েছে এই হেরোইন! তাজ্জব পুলিশ, উদ্ধার প্রচুর সংখ্যক আগ্নেয়াস্ত্র ও গুলি

পালাতে গিয়েও হল না শেষরক্ষা, ভারত-পাক উত্তেজনার আবহে নদীয়ায় বড় সাফল্য পুলিশের

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা